জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্য চলাকালে জাতীয় সংসদে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে।
আজ বুধবার রাত আটটা ২৮ মিনিটে এ গোলযোগ দেখা দেয়। এর আগে রাত ৮টা ২৬ মিনিটে তিনি বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনতে বহুল আলোচিত ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ এর সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য শুরু করেন। এরশাদের বক্তব্য শুরুর দুই মিনিটের মাথায় সংসদে যান্ত্রিক গোলযোগ শুরু হয়। গোলযোগ চলে টানা ১০ মিনিট। পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাদের বক্তব্য দেন।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনস্থলে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক চলছিল।