জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির কাউন্সিলে তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কাউন্সিল হবে বলে রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
এই কাউন্সিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে একটি কমিটি এবং জেলা পর্যায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
সভায় প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, এম.এ. সাত্তার, মো. আবুল কাশেম, গোলাম হাবিব দুলাল, আলহাজ্ব সাহিদুর রহমান ট্যাপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এছাড়াও অধ্যাপক মাসুদা এম. রশিদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ সোহেল রানা, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান ও সোলায়মান আলম শেঠ উপস্থিত ছিলেন।