নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এইচ এম এরশাদকে বহিষ্কার করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আর নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে। মহাসচিব করা হয়েছে গোলাম মসিহকে। কাউন্সিলরদের সম্মতিক্রমে পার্টির গঠনতন্ত্রের ৩৭ ধারা অনুযায়ী এরশাদকে পার্টি থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবে অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দারের প্রস্তাবনায় কাউন্সিলরদের প্রত্য সম্মতিতে এ কমিটি নির্বাচন করা হয়। এছাড়া নবনিযুক্ত প্রেসিডিয়াম সদস্যরা হলেন ড. টি আই এম ফজলে রাব্বী, মোস্তফা জামাল হায়দার, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, মাওলানা মজিবুর রহমান যুক্তিবাদী, নবাব আব্বাস আলী খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান প্রমুখ।
এর আগে শুক্রবার বেলা ২টার দিকে প্রেসকাবের হলরুমে কাউন্সিল অনুষ্ঠান শুরু হবার কিছুক্ষণ পরপরই দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।