রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতারে ব্যর্থ হলে বৃহস্পতিবার রংপুর নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
রোববার দুপুরে কাচারী বাজারে প্রতিবাদ সমাবেশে এ হরতাল আহ্বান করা হয়।
অপরদিকে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কাচারী বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,ওলামা পার্টির সভাপতি রমজান আলী, শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, যুব সংহতির সভাপতি ইউসুফ আহমেদ।
সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সন্ত্রাসীরা দিনের বেলায় হত্যার উদ্দেশে দলের নেতা ইয়াসিরের ওপর হামলা করেছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে রংপুর নগরীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দিনের বেলা মানুষকে হত্যা চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রোববার দুপুরে রংপুর এসে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ইয়াসিরের অবস্থার খোঁজ-খবর নেন তিনি। পরে সাংবাদিকদের এ কথা বলেন।
দলীয় কোন্দলের কারণে এ হামলা ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তাছাড়া পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতার করা হলে আসল বিষয়টি উঠে আসবে।’
এরশাদ জাতীয় পার্টির ঘোষিত হরতাল কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে হরতাল সফল করতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানান।