শিগগিরই প্রেসিডিয়াম তালিকা ঈদের পরে পূর্ণাঙ্গ কমিটি

0

JPশিগগিরই প্রেসিডিয়াম সদস্যদের তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। ১৪ মে দলটির ৮ম কাউন্সিলে চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পদের শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়নি। অপেক্ষমাণ কমিটির প্রেসিডিয়াম পরিষদ, ভাইস-চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্মমহাসচিব, সাংগঠনিক সম্পাদকীয় পদগুলোতে নিজেদের অবস্থান ধরে রাখতে বিভিন্নভাবে তদবির অব্যাহত রাখছেন জাপার নেতারা। আবার কেউ কেউ প্রেসিডিয়াম পদের জন্য লবিং চালাচ্ছেন বিভিন্ন মহলের মাধ্যমে। এমন তথ্য জানা গেছে দলটির একাধিক সূত্রগুলো থেকে।[ads1]
এদিকে দলটির নেতারা কাউন্সিল সম্পন্নের পর থেকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে নিয়মিত ধরণা দিচ্ছেন বলে চানা গেছে।
তদবিরের তালিকা রয়েছেন জাপার ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা ও তার মেয়ের জামাই জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। শ্বশুর-জামাই দু’জনে প্রেসিডিয়াম সদস্য হওয়ার জন্য কঠিন প্রতিযোগিতা চালাচ্ছেন। দলটির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়ে বলেন, কাউকে এখন পর্যন্ত নিশ্চয়তা দেননি জাপা চেয়ারম্যান এরশাদ। এ নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ।
অপরদিকে বিগত দিনে দলের দুঃসময়ে যেসব শীর্ষ নেতা জাপা চেয়ারম্যানের পাশে ছিলেন তাদের বিরুদ্ধে অথবা পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের বিষোদগার করেননি, আগামীতে পার্টির জন্য ত্যাগ দিতে পারবেন এমন যোগ্য ব্যক্তিদের প্রেসিডিয়াম সদস্য করতে পারেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একক ক্ষমতার ভিত্তিতেই শিগগিরই ৪১ জনের একটি তালিকা প্রকাশ করবেন জাপা চেয়ারম্যান। এর আগে একটি খসড়া তালিকা এরশাদের কাছে এলেও ওই তালিকাতে প্রায় ৬৫ ব্যক্তির নাম ছিল। যা ইতিমধ্যে কাটছাঁট করে ৪১ জনের একটি তালিকা প্রকাশ করার জন্য উপযুক্ত সময় খুঁজছেন এরশাদ। আগামী কয়েক দিনের মধ্যে এ তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন দলটির সাবেক এক প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য। নাম গোপন করার শর্তে তিনি বলেন, আজ-কাল হয়তো বা এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করবেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।[ads2]
অন্যদিকে তালিকা তৈরির আগে বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের ব্যক্তিগত মতামত চান জাপা চেয়ারম্যান। তাদের মতামতকে প্রধান্য দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করছেন তিনি।
বর্তমানে ৪০ প্রেসিডিয়াম সদস্যের মধ্যে বাদ যেতে পারেন আলহাজ করিম উদ্দিন ভরসা ও সদ্য প্রয়াত মুজিবুর রহমান। তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন সেলিম উদ্দিন এমপি, রওশন আরা মান্নান ও কাজী জাফর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এমএম আলম। তিনি কাজী জাফরের জাপা ছেড়ে সম্প্রতি মূল জাতীয় পার্টিতে অবস্থান নেন। মোট ৪১ জনের প্রেসিডিয়াম সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কাউন্সিলে অনুমোদিত হয়।
এ ব্যাপারে পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রেসিডিয়াম গঠনের এখতিয়ার শুধু এরশাদের। তিনি ছাড়া কেউ বলতে পারবেন না কে আছে, কে বাদ যাচ্ছেন, নতুন কাকে নেয়া হচ্ছে একমাত্র জানার মালিক হচ্ছেন পার্টির চেয়ারম্যান।
সব কিছু যাচাই-বাছাই করে এ তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে। এমনটি জানিয়েছেন জাপার একাধিক দায়িত্বশীল সূত্রগুলো। সম্মেলনের পর কমিটি প্রকাশে কেন দেরি হচ্ছে এমন প্রশ্নে নেতারা জানিয়েছেন, একটি স্বচ্ছ কমিটি গঠনের মধ্য দিয়ে জাপা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশে দৃষ্টান্ত স্থাপনে করতে বদ্ধপরিকর। একইভাবে পবিত্র রমজান শেষে ঈদুল ফিতরের পর জাপার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করার কথা রয়েছে। তবে ঈদের আগেও কমিটি ঘোষণা দেয়ার আশা ছাড়ছেন না দলটির নেতাকর্মীরা। প্রেসিডিয়াম ছাড়া বাকি পদগুলোতে নিজেদের অবস্থান ধরে রাখতে তদবিরের মধ্যে মরিয়া জাপা নেতারা। রাতদিন পার্টির কেন্দ্রীয় অফিস, জাপা মহাসচিবের বাসভবন, এরশাদের বারিধারার প্রেসিডেন্টপার্ক, রওশন এরশাদের গুলশানের বাসভবন ও জিএম কাদেরের উত্তরার বাসভবনের নেতারা প্রতিদিন ভিড় জমাচ্ছেন।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More