ফোটার আগেই ঝরে যাবে কলি?

0

Koli-Pic-Evidence-3ঢাকা: মৃত্যু এক মহাসত্যের নাম। প্রতিটি মানুষ সেই সত্যের খুব কাছে দাঁড়িয়েও জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন। কিন্তু কিছু মৃত্যু সহজে মেনে নেয়া যায় না। যেমন মেনে নেয়া যায় না কলির অসময়ে চলে যাওয়ার কথা শুনে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী যাহরা লায়লা কলি দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। খুব দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ঝরে যাবে এই মেধাবী শিক্ষার্থী কলি।

কলির পারিবার থেকে জানানো হয়েছে, সিরাজগঞ্জের ফজুলল হক রোডের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত ওয়াজেদ আলী ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জোবেদা খাতুনের ৪ সন্তানের মধ্যে একমাত্র মেয়ে কলি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী। ৫ম ও ৮ম শ্রেণীতে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এরপর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায়।

বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সে। কিছুদিন থেকে তার শরীর খারাপ হলে তাকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে তাকে ডায়ালাইসিস করে বাঁচিয়ে রাখা হয়েছে। তার কিডনি প্রতিস্থাপন করতে অন্তত ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাদের মতো গরীব পরিবারের পক্ষে এত টাকা যোগান দেয়া কোনক্রমেই সম্ভব নয়। তাই মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন কলির মা।

তিনি সাহায্যের আবেদন করে বলেন, ‘আপনাদের কারো বোন কিংবা মেয়ে যদি এমনভাবে অসুস্থ হয়ে যেতো, তাহলে আপনারা কি পারতেন তার চিকিৎসা না করে থাকতে? আপনারা আমার কলিকে আপনাদের আদরের ছোট বোন, মেয়ে হিসেবে দেখে সাহায্য করুন।’

আপনারা সাহায্য করতে পারেন ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকভাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা- এসএম ওয়ালি উল্লাহ, একাউন্ট নং- ০১১১-৩৪০১৩১৫৫, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন শাখা, ঢাকা। অথবা জুবাইর আহমদ, একাউন্ট নং-২৮০১২২২১৪৪০০১, সিটি ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখা (০১৭৪০৮৭৯৬৫১)।

উল্লেখ্য, কলির পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর: কলির ভাই রোকন উদ্দিন। মোবাইল-০১৬১৭৩০০৫০০।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More