রিয়াদ: হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরেকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম সাহাব উদ্দিন মিয়া (৬৯)। গতকাল সোমবার তার মৃত্যু হয়। সৌদিতে হজ মিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সাহাব উদ্দিন মিয়া রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা।
এর আগে মাসুদা খাতুন (৮২), আব্দুল সালাম (৭৭) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরও তিন বাংলাদেশি মক্কায় মারা গেছেন। গত ৬ সেপ্টেম্বর সাহাব উদ্দিন আল মুজদালিফা এভিয়েশনের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব আসেন। তার পাসপোর্ট নম্বর এবি-৯৫০২৩৩৭।
এ নিয়ে এবারের হজ পালন করতে আসাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।