অগ্নিকন্ন্যা লাকির মাথা ফাটিয়েছে পুলিশ

0

Lakiঢাকা: বর্ষবরণে টিএসসিতে মেয়েদের বস্ত্রহরণে জড়িত যৌন নিপীড়কদের শাস্তিসহ ৬ দফা দাবিতে ‘পাল্টা আঘাত’ কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে।

এতে সংগঠনটির সভাপতি তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারের মাথা ফেটে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

রবিবার দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ডিএমপি কার্যালয়ের দিকে গেলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার শাহবাগ গণজাগরণ মঞ্চেরও একজন অন্যতম সংগঠক।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More