বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেন, হত্যার ঘটনায় পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছি ও পাচ্ছি, তাতে আমরা সন্তুষ্ট। আশা করছি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এসব কথা বলেন।
হত্যাকাণ্ডে আসল খুনি ধরা পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, আমরা খুবই সন্তুষ্ট যে তদন্তে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি। আশা করছি, শেষ পর্যন্ত সত্য উদঘাটন হবে।
কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। চাপাতির আঘাতে রক্তাক্ত হন তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। বইমেলাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই এ ঘটনা ঘটে।
Prev Post
Next Post