বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার বিদ্যাদেবী স্বরসতীকে আরাধনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পর্ষদ আয়োজিত সারস্বতোৎসবে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুই হুইপ মো. আতিউর রহমান আতিক ও মাহাবুব আরা বেগম গিনি। এছাড়া এমপিদের মধ্যে মো. ইসরাফিল আলম, শামসুল হক টকু, সাধন চন্দ্র মজুমদার, পঙ্কজ দেবনাথ, আবুল কালাম আজাদ এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের মাধ্যমে এদেশে সকল ধর্মাবলম্বীদের মধ্যে একটি সামাজিক মেলবন্ধন তৈরি হয়েছে। এভাবেই দেশে গণতন্ত্রের ভিত্তিমূল দৃঢ় হচ্ছে। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি একটি দেশের সামগ্রিক উন্নয়নে দেশের সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে জাতীয় উন্নয়ন টেকসই করতে কাজ করার আহ্বান জানান।
Prev Post