‘ঢাকাত যামু ভোর ৫ ড্যায় ইস্টেশনত আইছি, স্বামী অসুস্থ, ট্রেনের টিকেট পাইলাম না, আইডি কার্ড চাইছে। আমরাত জানি না। আইডি কার্ড আনি নাই। এ কাইন্যে টিকেট দিল না। স্বামীকে দেখতে ঢাকাত যাবার পাইলাম না পুলা মাইয়া ও শাশুরিক নিয়ে।’
কথাগুলো বলছিলেন দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ সরদারপাড়া গ্রামের গৃহবধূ রাশেদা।
তিনি বুধবার ভোরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে লাইনে যান। কাউন্টার থেকে বলা হয়েছে এনআইডি কার্ড ছাড়া টিকিট হবে না। টিকিট কাটতে না পেরে গ্রাম থেকে আসা পরিবারটি ফেরত যাওয়ার সময় কান্নায় বিলাপ করে বলছিলেন- ‘স্বামী অসুস্থ পরিবার-পরিজন নিয়ে ঢাকায় যেতে পারলাম না, আমরা গ্রামের গরিব মানুষ, বিষয়টি আমরা জানি না।’
দেওয়ানগঞ্জ রেলস্টেশন মাস্টার আব্দুল বাতেন যুগান্তরকে জানান, নিজের নামের টিকিট ছাড়া ট্রেনে চড়া যাবে না, টিকিট যার ভ্রমণ তার, এ পদ্ধতি চালু করা হয়েছে।