আগস্ট থেকে ‘স্মার্ট’ পরিচয়পত্র বিতরণ

0

NIDএবছরের আগস্টে নাগরিকদের হাতে তুলে দেয়া হবে ‘স্মার্ট’ পরিচয়পত্র। এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ঠিক  কোনো জাতীয় দিবস সামনে রেখে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীকে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধনের কথা ভাবা হচ্ছে।

জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ড বিতরণের জন্য গত ১৪ জানুয়ারি ফ্রান্সের অবার্থুর টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৮০০ কোটি টাকার চুক্তি করে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন-জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ।

এর আওতায় ২০১৬ সালের জুনের মধ্যে ৯ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, এই স্মার্টকার্ড তিন স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, কার্ড দেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে, শিগগিরই কার্ড প্রস্তুত শুরু হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন জানান, স্মার্ট কার্ড বিতরণে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর একটি পরিকল্পনা রয়েছে। তবে তাদের সময় পাওয়া সাপেক্ষে তা নির্ধারণ করা হবে।

এছাড়াও ১৮ বছরের কম বয়সীদের জন্য আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিয়া-টু’র জন্য বিশ্ব ব্যাংকের কাছে প্রায় ২৫ কোটি ডলার আর্থিক সহায়তার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

সুলতানুজ্জামান জানান, ভবিষ্যতে সব নাগরিকই সব সেবার জন্যে একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর পাবেন। ওই নম্বরই হবে তাদের পরিচিতি। ইউনিক আইডি সিস্টেম চালু করছি। যখন একটা বাচ্চা জন্ম নেবে তার একটা আইডি হবে। তার জন্ম নিবন্ধন হয়ে গেলে তার নিবন্ধন নম্বর আর পরিবর্তন হবে না। এটাই পরবর্তীতে এনআইডি নম্বর হবে।

বুয়েট, কম্পিউটার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি কমিশনকে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More