[ads1]লশানের অভিযানের সময় ছয় জিম্মিকারী নিহত এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব) কমান্ডার তুহিন মোহাম্মদ মাসুদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে এসোসিয়েট প্রেস(এপি)।
তিনি বলেন, অভিযানে ছয় জিম্মিকারী নিহত হয়েছেন এবং মূলভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
মাসুদ বলেন, উদ্ধারকৃতদের মধ্যে একজন জাপানী নাগরিক এবং তিনি এ ঘটনায় আহত হয়েছেন। এছাড়া তাদের মধ্যে দুজন শ্রীলঙ্কান নাগরিকও রয়েছেন।
তিনি আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো সংবাদ দেওয়া হয়নি। [ads2]