আরও কয়েক টার্ম শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ প্রয়োজন শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের আপামর জনগণের জন্য।
আজ সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ সব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, আজকে বাংলাদেশ অগ্রগামী দেশগুলোর মধ্যে অন্যতম। পররাষ্ট্রনীতি, অর্থনীতি এমন কোনও সেক্টর নেই যেখানে বাংলাদেশ এগিয়ে যায়নি। এই অগ্রযাত্রা রাখতে হলে শেখ হাসিনাকে প্রয়োজন রয়েছে। আসুন তার অগ্রযাত্রা সফলে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি।
তিনি বলেন, ১০ তারিখ এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নেত্রী আমাকে ডেকে বললেন, ১০ তারিখ সমাবেশ করা যাবে না। কারণ ১০ তারিখ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। ধর্মের প্রতি, ইসলামের প্রতি এই হলো প্রধানমন্ত্রীর ভালোবাসা। তারপরও উনি অনেকের কাছে মুসলমান না। আর কত রাকাত নামাজ পড়লে, কতবার হজ করলে উনি মুসলমান হবেন?
আওয়ামী লীগের এই নেতা বলেন, ছোটবেলায় আমি নিজের কানে শুনেছি, বঙ্গবন্ধুকে এমনকি আওয়ামী লীগ যাঁরা করত তাঁদেরকে বলা হতো হিন্দুর ঘরে জন্ম হয়েছে। বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারে নাই, শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে আরো বক্তব্য রাখেন— কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।