হাটহাজারী: পুলিশের বাধায় ঢাকায় যেতে পারেননি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতারা। প্রচুর র্যাগব-পুলিশ হাটহাজারী মাদরাসা ঘিরে রেখেছে। হেফাজত নেতারা মাদরাসার ভেতরে বৈঠকে বসেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামীকালের মহাসমাবেশে যোগ দিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলে কেন্দ্রীয় কার্যালয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা গেটে হাটহাজারী সার্কেলের এএসপি আ.ফ.ম নিজাম উদ্দিন ও ওসির নেতৃত্ব একদল পুলিশ আল্লামা শফীর গাড়ি আটকে দেয়। এসময় মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের কঠোর অবস্থানের কারণে আল্লামা শফী যাত্রা স্থগিত করে মাদ্রাসার ভেতর চলে যান।
এসময় তিনি সাংবাদিকদের জানান, তিনি কিংবা অন্যান্য নেতারা ঢাকায় না যেতে পারলেও মহাসমাবেশ কর্মসূচি চলবে। তাতে পুলিশ বাধা দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে পুলিশ বলছে, সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ থাকায় আল্লামা শফীসহ হেফাজত নেতাদের নিরাপত্তার স্বার্থেই তাদের ঢাকা যেতে দেয়া হয়নি।
দিবার্তা/এইচ এন