আল-কায়দা না, আনসারুল্লাহ বাংলাটিমই অভিজিতের হত্যাকারী : ডিএমপি

0

policeবাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আল-কায়দা অভিজিৎ হত্যাকা-এর দায় স্বীকারের একদিন পর সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

আল-কায়দা অভিজিৎ হত্যাকা-ের সঙ্গে জড়িত কিনা? এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘আনসারুল্লাহ বাংলাটিম আল-কায়েদার ‘ক্লোসেস্ট রিলেটিভ’।
‘বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্কের কোন তথ্য আমাদের কাছে নেই। তবে আনসারুল্লাহ বাংলা টিম আল-কায়েদার অনুসারী। আনসারুল্লাহ বাংলা টিম দীর্ঘদিন ধরে আল-কায়েদার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছে। তবে যুক্ত হতে পেরেছে কি না সে ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই।
এর আগে গতকাল রোববার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়, অভিজিৎকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়দা।
যুগ্ম-কমিশনার বলেন, ‘অভিজিৎ হত্যাকা-ের সঙ্গে জড়িত ৫ জনের অধিক আসামিকে চিহ্নিত করেছে পুলিশ। তারা সবাই আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। এ হত্যাকা-ের বিষয়ে আরো তদন্ত চলছে।’
আল-কায়েদার প্রচারিত ভিডিওটির ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, ‘আল-কায়েদার প্রচারিত ভিডিওটি সত্যি কিনা তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বই মেলা থেকে ফিরছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর এলাকায় এলে চাপাতি দিয়ে তাদের এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে অভিজিৎ মারা যান।
এদিকে দুর্বৃত্তদের হামলায় বন্যার স্বামী নিহত হওয়ার পর বন্যার নিরাপত্তা ও উন্নত চিকিৎসার জন্য গত ৩ মার্চ মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More