ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ইউপি নির্বাচনের চ্যালেঞ্জটা কঠিন, কারণ এটা প্রথম অভিজ্ঞতা। কিন্তু তারপরও আমরা শুরুটাই ভালো করেছি। সরকারি দল কখনো চাইবে না যে নির্বাচনে খারাপ নজির বা দৃষ্টান্ত স্থাপিত হোক।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিদর্শনে নারায়ণগঞ্জে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী।
একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ভালোর জন্য আশা করছি, মন্দের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
এ সময় ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২২৫ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। আর এজন্য ব্যয় হতে পারে প্রায় ৭০ হাজার কোটি টাকা।
জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতি ও কাঁচপুরে আগামী মাসেই এসব সেতুর কাজ শুরু হবে। নির্মাণসামগ্রী আসতে শুরু করেছে বলে জানান ওবায়দুল কাদের।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কের উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী