টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেয়া আরো ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হলো। তারা হলেন- কুমিল্লার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০), চুয়াডাঙ্গার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২) এবং জামালপুরের আব্দুর কাদের (৬০)।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান। এর আগে গত শুক্রবার রাতে ইজতেমায় অংশ নিতে আসা এক মালয়েশীয়ানসহ ৩ মুসল্লির মৃত্যু হয়।
বিশ্ব ইজতেমায় লাশের জিম্মাদার মোঃ আদম আলী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার সৈয়দ আলীর ছেলে নূর হোসেন, চুয়াডাঙ্গা সদর এলাকার বাদুতলা এলাকার একরামুল হক জোয়ারদারের ছেলে আব্দুল মাবুদ জোয়ারদার এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরআদরা এলাকার জাবেদ মোল্লার ছেলে আব্দুর কাদের।