শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আজ। কলেজে ভর্তির সময় একদিন বাড়িয়ে ১ জুলাই করা হয়েছে। ক্লাস শুরু হবে ২ জুলাই।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।এর আগে ৩০ জুন একাদশ শ্রেণিতে ভর্তি ও ১ জুলাই ক্লাস শুরু হবে বলে জানান হয়েছিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশে বিলম্ব হওয়ার কারণে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করতে হলো।উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা ছিল। পরে তা প্রকাশ করতে পারেনি। এরপর শুক্রবার রাত সাড়ে ১১টায় মেধা তালিকা প্রকাশের সময় নির্ধারণ করা হয়। ওইদিনও কাজ শেষ করতে পারেনি ঢাকা বোর্ড।
পরে শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে বলে জানানো হয়। কিন্তু শনিবার সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ww.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে চোখ রাখলেও ফল জানতে পারেননি। সেখানে লেখাছিল ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে। খুব শিগগিরই ফলাফল জানিয়ে দেয় হবে। পরে গতকাল শিক্ষাসচিব জানান, ফলাফল রোববার প্রকাশ করা হবে।