[ads1]ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন, এক ব্যাক্তির নামে ৬০ হাজার নিবন্ধিত সিমের তথ্য পাওয়া গেছে।
সিম পুনঃনিবন্ধন শুরুর আগে গত বছর ২২ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, সিমের নিবন্ধন যাচাই করতে গিয়ে একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলার নজির পাওয়া গেছে।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৫৮ জন। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম যাচাই হয়েছে ১১ কোটি ৬০ লাখ গ্রাহকের।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।[ads2]