এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে ইবিএলের যেসব গ্রাহকের টাকা চুরি গেছে তাদের পুরো টাকা বৃহস্পতিবার দেবে ব্যাংক কর্তৃপক্ষ। ওই দিন রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের হাতে চেক তুলে দেয়া হবে। মঙ্গলবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের তদন্তে জালিয়াতির মাধ্যমে ২২ জন গ্রাহকের টাকা তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার ওই গ্রাহকদের চুরি হওয়া টাকার চেক হস্তান্তর করা হবে।
এর আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাচাই-বাছাই শেষে গ্রাহকদের চুরি হওয়া টাকা দেয়ার কথা বলে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে একাধিক ব্যাংকের এটিএম বুথ থেকে ইস্টার্ন ব্যাংকের কার্ডধারী বেশ কিছু গ্রাহকের টাকা তুলে নেয়া হয়। গ্রাহকের করা এ অভিযোগের ভিত্তিতে পরে বিষয়টি নিশ্চিত হয়। ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করে ক্লোন কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকে এ টাকা তুলে নেয়া হয়।