[ads1]ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে সাত্তার নামে আরেকটি ঘূর্ণিঝড়। আর এইপ্রথম একসাথে দুটি ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে বাংলাদেশে। যার ফলে হুমকির মুখে আছে দেশের প্রায় ৭ কোটি মানুষ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর সুত্র। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রোয়ানূ দুর্বল হবার আগেই আঘাত হানবে রোয়ানূর চেয়ে প্রায় ৭৭ গুণ বেশি শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি।
এব্যাপারে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সাত্তার আঘাত হানলে সাগরের অতলে তলিয়ে যেতে পারে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ভূটান সহ আরো কয়েকটি রাষ্ট্র।
ভারতীয় শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে এটা শোনার পর থেকেই সারাদেশে ছড়িয়ে পড়ে আতংক। শহরজুড়ে শুরু হয়ে যায় ব্যাপক হইহুল্লোড়। তবে রাত ১১টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সাত্তার নামের ঘূর্ণিঝড়টি সম্পর্কে ইন্ডিয়া দু’লাইন বাড়িয়ে বলেছে। এটাকে পাত্তা দিয়ে কুদাকুদি করার কোনো প্রয়োজন নেই।[ads2]
তবুও বিপদ এড়াতে যে যেভাবে পারছেন, পরিবার পরিজন নিয়ে প্রস্তুত হয়ে আছেন শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করার জন্য।