এশিয়ার ২য় নিকৃষ্ট নগরী ঢাকা

0

dhkনিউজ ডেস্ক : মারসার কনসালটিং গ্রুপের এক জরিপে এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট নগরীর তালিকায় উঠে এসেছে ঢাকার নামটি। তবে এ তালিকায় এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তাজিকিস্তানের দুশানবে।

তবে জরিপে সবচেয়ে ভালো শহরের মর্যাদা পেয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। ভালো শহরের তালিকায় ভিয়েনার পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে জুরিখ (সুইজারল্যান্ড), অকল্যান্ড (নিউজিল্যান্ড), মিউনিখ (জার্মানি) ও ভ্যাংকুবার (কানাডা)।

অন্যদিকে ‘নিকৃষ্ট’ শহরের তকমাটি জুটেছে ইরাকের বাগদাদের কপালে। ‘মারসার কনসালটিং গ্রুপ’ পরিচালিত জীবনমান বিষয়ক চলতি বছরের এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিন জানায়, রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ, দূষণসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ২২৩টি শহরের তালিকা তৈরি করা হয়েছে। এতে ঢাকার অবস্থান ২০৮তম। অবশ্য মধ্যপ্রাচ্যকে এশিয়ার বাইরে রেখে ওই অঞ্চলের দেশগুলোর আলাদা তালিকা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভালো শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তবে সামগ্রিক তালিকায় দুবাইয়ের অবস্থান ৭৩তম।
জরিপে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। শীর্ষ পাঁচের বাকি চারটি শহরই জাপানের। শহরগুলো হলো টোকিও, কোবে, ইয়োকোহামা ও ওসাকা।

অন্যদিকে এশিয়ার নিকৃষ্ট শহরগুলো যথাক্রম দুশানবে (তাজিকিস্তান), ঢাকা (বাংলাদেশ), আশখাবাদ (তুর্কমেনিস্তান), বিশকেক (কিরগিজিস্তান) ও  তাসখন্দ (উজবেকিস্তান)।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More