কক্সবাজার: জেলার টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন মানব পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫২), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৪০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলামেইলকে জানান, সমুদ্রপথে মালয়েশিয়ায় আদম পাচারের করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারি এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর পাচারকারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ ওই তিন জনের লাশ পাওয়া যায়। এ ‘বন্দুকযুদ্ধে’ ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের খোসা উদ্ধার করা হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত তিন জনই মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাদের নামে একাধিক মামলা রয়েছে।