কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে একটি জেলাকে অপরাধ মুক্ত করে সুস্থ ও সুন্দর বাসযোগ্য স্থান তৈরি করা যায়। এমনকি স্বাধীন চেতনার অধিকারী জাতিকে একটি অপরাধমুক্ত দেশ উপহার দেয়া সম্ভব।
কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও আইজিপি’র সহধর্মিনী মিসেস শামসুন্নাহার রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলা ও হাইওয়ে পুলিশ এবং সিআইডি’র পুলিশ সুপারগণসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। গত জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
Prev Post