কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গাজীপুরে যাচ্ছেন না। পূর্ব নির্ধারিত সফরসূচি পরিবর্তন হওয়ায় প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেন। কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-১ এর সিনিয়র সুপার সুব্রত কুমার বালা জানান, কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ওই সফরসূচি পরিবর্তন হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন। মন্ত্রী এরপর আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও ছালাম গ্রহণ করবেন। অনুষ্ঠানে কারা কর্মকর্তাবৃন্দকে র্যাঙ্ক ব্যাজ এবং সেরা জেল ও বিভাগকে ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া অস্ত্রবিহীন যুদ্ধ মহড়া প্রদর্শন, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও দিনাজপুর কারাগার উদ্বোধনের ফলক উম্মোচন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হবে। এদিকে কারা সপ্তাহ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারসহ আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে কারাগারের আশপাশে এলাকায় নজরদারি করছে।