ঢাকা: হঠাৎ করেই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি ভবন দুটো উত্তমভাবে সংস্কারের কাজে হাত দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই সংস্কারকাজ প্রায় সম্পন্নও হয়ে গেছে। গত কিছুদিন ধরেই কাসিমপুরস্থ মহিলা কেন্দ্রীয় কারাগারের ‘রজনীগন্ধা-১’ এবং ‘রজনীগন্ধা-২’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে সেখানকার কারা কর্তৃপক্ষ। এখন বলা যায়, পুরোপুরি টিপটপ। উর্ধ্বতন ভিআইপি মহিলা বন্দীদের থাকার উপযোগী করে তোলা হয়েছে মহিলা কারাগারটিকে।
জানা গেছে, গত কিছুদিন ধরে এখানে ধোয়ামোছা হয়েছে। দেয়ালগুলোতে নতুন করে চুনকাম করা হয়েছে। আনা হয়েছে নতুন জাজিম, তোষক ও বালিশ। অন্যান্য আসবাবপত্রগুলোও ঠিকঠাক করা হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন করা হয়েছে। পানির কলগুলো নতুন করে লাগানো হয়েছে। সামনের ফুল বাগানকেও ভালোভাবে সাজানো হয়েছে। ফুলগাছের নতুন টব আনা হয়েছে। দ্বিতলবিশিষ্ট এই ভবন দুটোকে পুরোপুরি টিপটপ করা হয়েছে বলা যায়, অত্যন্ত দ্রুততার সঙ্গেই। তবে এই কাজগুলো করা হয়েছে, কিছুটা গোপনীয়তা রক্ষা করেই। অর্থাৎ বাইরের লোকজন যাতে না বুঝতে পারে সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ ছিলেন বেশ সচেতন। অবশ্য, কারা কর্তৃপক্ষ এখনও বিষয়টিকে স্বাভাবিক বলে আখ্যায়িত করছেন। গোপনীয়তা ও দ্রুততার সঙ্গে ভিআইপি মহিলা সেল টিপটপ করা নিয়ে যদিও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তারপরও কর্তৃপক্ষ একে সম্প্রতি শেষ হওয়া ‘কারা সপ্তাহ’ উপলক্ষে সাজানোর কথা বলছেন। এ ব্যাপারে উপরের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা, কর্তৃপক্ষ সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।