ঢাকা: বিদেশিদের নিরাপত্তায় সারাদেশ ব্যাপী আরও জোরদার ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন বিদেশি কূটনীতিকরা। আর এতে সরকারও এ বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিফ্রিংয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ব্রাজিল ও ইরানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের জানানো হয়, সম্প্রতি ঘটে যাওয়া জাপানের নাগরিক কুনিও হোশি ও ইতালির নাগরিক সিজারি তাভেল্লা হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে।
ব্রিফিংয়ে দাবি করা হয়, বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এছাড়া বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার আন্তরিক বলেও কূটনীতিকদের জানানো হয়।
বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের বলেন, সরকার নিরাপত্তা প্রশ্নে আমাদেরকে আশ্বস্ত করেছে। দুই বিদেশী নাগরিক হত্যায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে।