সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ মুহাম্মাদ যাকারিয়া। মাত্র ১২ বছর বয়সী যাকারিয়ার এমন সাফল্যে আনন্দে আত্মহারা তার পরিবার।
১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মুহাম্মদ যাকারিয়া তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ করেছেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশ্ব প্রতিনিধিদের।
যাকারিয়ার বাবা ঢাকার একটি মসজিদের ইমাম। ছেলের মেধায় অনুপ্রাণিত হয়ে তাকে ভর্তি করেছিলেন হেফজখানায়। তার সফল প্রতিদান দিয়েছে যাকারিয়া। এর আগেও যাকারিয়া মিসরে অন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম ও জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থান অধিকার করেন।
দুবাইয়ের প্রতিযোগিতায় মৌরিতানিয়া এবং ইরানের প্রতিনিধি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।
উল্লেখ্য, গত ২৪ জুন দুবাইয়ের ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮০টি দেশের প্রতিনিধি অংশ নেয়। প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সূত্র : ইকনা