Save Bangladesh “Stop extrajudicial killing” এমনি লেখা নিয়ে মাঠে প্রবেশ করে একজন বাংলাদেশি প্রবাসী, এবং খেলার মধ্যে তার দিকে ক্যামেরাও ঘোরানো হয় কয়েকবার কিন্তু আসলেই কি কেউ দেখেছে উনি কিসের প্রতিবাদ জানিয়েছেন? বাংলাদেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরতে এমন ব্যানার বলে মনে করেন সোশ্যাল মিডিয়া প্রেমিকরা। তারা বলেন দেশ প্রেমকে প্রকাশ করতেই এই ভদ্রলোক এমনটি করেছে।