মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার জন্য খালেদা জিয়াকে তওবা করাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য জাতির কাছে তাকে ক্ষমা চাওয়ার কথাও বলেন মন্ত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাদাঘাট হাইস্কুল মাঠে জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি তৎপর রয়েছে। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করে রাখে। বাংলাদেশের মানুষ কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান-এই নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব করে না। আমরা সবাই ভাই ভাই। সে জন্য আমরা কোনো হত্যা, কোনো জঙ্গিবাদ, মানুষ পোড়ানো পছন্দ করি না। তাই আমরা অপরাধীদের ধরিয়ে দিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘এ দেশের শিশু-কিশোর সবাই জানে এই দেশের মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছিল, কত মা-বোন ইজ্জত হারিয়েছিলেন, নয় মাসে কত লাখ মানুষের রক্তে রঞ্জিত হয়ে এই স্বাধীনতা এসেছিল। অথচ খালেদা জিয়া বলছেন, শহীদদের এই হিসাব নাকি সঠিক না। খালেদা জিয়া বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তার সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে সজাগ থাকতে হবে।’
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। পরে মন্ত্রী আরো কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
Next Post