তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তির কোন কারণ নেই। গণতন্ত্র থেকে বিচ্যুতি কখনও বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করার চেষ্টা করা না হয়, তাহলে বাংলাদেশে অগ্নিগর্ভ সৃষ্টি হতে পারে। সেটা আজকে হবে না কালকে হবে জানি না। কিন্তু এটা এক সময় হবেই। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে বাংলাদেশের রাজনীতি হালুয়া-রুটির লড়াইয়ে পরিণত হয়েছে। এখানে কোন আদর্শবাদী লোকজন যান না। ফলে পৃথিবীর অন্যান্য দেশে রাজনৈতিক দলে যেমন পরিবর্তন হয়, আমাদের দেশে সেরকম পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আমাদের দেশের আদর্শবাদী লোকেরা রাজনীতি থেকে অনেক দূরে থাকেন। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান। সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে মুহাম্মদ জাহাঙ্গীর, হুমায়ূন কবীর হিরু, রেহানা সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মুসবাহ আলীম, এম এ সিদ্দিকী, আব্দুল হাই প্রমুখ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন।