গম কেলেংকারীর সঙ্গে জড়িত খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগসহ দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সিপিবি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করা হয়।
বাংলাদেশের সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেযে গেছে, তিনশত কোটি টাকার গম বানিজ্য হয়েছে। এতে কামরুল সাহেব ও তার সচিব সরাসরি জড়িত। তাই খাদ্যমন্ত্রীসহ জড়িত সবার বিচারের আওতায় এনে শাস্তি হওয়া দরকার।
তিনি বলেন, এখন আমাদের স্লোগান হল ‘পঁচা গম খাই না, পঁচা সরকার চাই না’।
সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে এখন দুর্নিতির প্রতিযোগীতা শুরু হয়েছে। পঁচা গম যে আমদানি হয়েছে এটা এখন সবার সামনে উন্মুক্ত। কারণ পুলিশ বিজিবি এই গম খেতে চায় না। তাই খাদ্যমন্ত্রীকে এই গম খাওয়ানো দরকার।
বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন বলেন, জনগণের টাকা দিয়ে আমদানি করা এ গম কেন পঁচা হবে। এই পঁচা গম কেনার অভিযোগে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পঁচা গম আমদানির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।