রাজধানীর পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে গরুর সংকট দেখা দেয়। এতে ক্রেতাদের অনেক চড়া দামে গরু কিনতে হয়েছে। অনেকে ফিরে গেছেন খালি হাতে। অবশ্য সকালে গরু কিনেছেন অনেকে। তারা আজ কোরবানি দিতে না পারলে শনিবার দেবেন বলে জানিয়েছেন।
গরুর সংকট হবে না বলে জানানো হলেও বৃহস্পতিবার রাতে রাজধানীর কোনো হাটেই গরু ছিল না। অবশ্য রাতে রাজধানীতে অনেক গরু আসতে দেখা গেছে।