
ঢাকা: গুলশান-বনানী-বারিধারার সঙ্গে হাতিরঝিল যুক্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী হাতিরঝিলে গুলশানের সঙ্গে যুক্ত একটি ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে যান। এরপর গুলশান-বাড্ডা লিংক রোড ও বনানী-বারিধারা লেক অংশ পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, হাতিরঝিলের সঙ্গে গুলশান-বনানী-বারিধারা লেকের সংযোগ ঘটিয়ে মেগা সিটি ঢাকার সবচেয়ে বড় এবং স্বচ্ছ জলাধার গড়ার কাজ এগিয়ে চলছে। এজন্য একনেকে ৬শ’ কোটি টাকার অনুমোদন হয়েছে।
মন্ত্রী বলেন, আড়াইশ’ কোটি টাকা ব্যয়ে হাতিরঝিল প্রজেক্টের কাজ বাস্তবায়ন হলেও দৃষ্টিনন্দন করার জন্য কাজ এখনও চলমান। হাতিরঝিলে প্রতি সপ্তাহে লেজার শো’র মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস ঐতিহ্য প্রদর্শন করা হবে। হাতিরঝিল থেকে গুলশান, বনানী ও বারিধারা সব অংশের জলাধার একসঙ্গে যুক্ত করে দূষণমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, হাতিরঝিলের সঙ্গে গুলশান লেকের সংযোগ ঘটাতে একটি ব্রিজের কাজ চলমান। আরেকটি ব্রিজের কাজ শুরু হবে।
দৃষ্টিনন্দন করে হাতিরঝিল গড়ে তোলার পর এসব লেক থেকে সরকার আয় করতে পারবে। নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-ঐতিহ্যের শিক্ষা অর্জন করতে পারবে।
লেকের স্বচ্ছ পানিতে মাছ চাষ করা হবে। এছাড়া এই পানি সারফেস ওয়াটার হিসেবে ব্যবহার প্রক্রিয়া শুরু হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাতিরঝিল প্রজেক্ট ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েল উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।