মাদারীপুর: তীব্র ও ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে রাত সোয়া একটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকে পরে।
এ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে।