চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে ভোট গ্রহণ ৭ মে

0

upআগামী ৭ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল।
এদিকে দ্বিতীয় ধাপে ৬৪৭টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ করা হবে। এ জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া তৃতীয় ধাপে ৬৮৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। ২৯ ও ৩০ মার্চ এ ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More