বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরে মির্জা ফখরুল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা করাবেন। চিকিৎসা শেষে খুব শিগগির তিনি দেশে ফিরবেন।
২০১৪ সালে ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে প্রায় এক মাস তিনি বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক মাস কারাভোগের পর গত বছরের ১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান। এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরাকে নিয়ে ফের সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর