১৪ ফেব্রয়ারি। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সোহরাওয়ার্দীতে প্রকাশ্যে চুমু খাওয়ার ইভেন্ট খুলেছিলেন প্রথাবিরোধী লেখক হুমায়ূন আজাদপুত্র অনন্য আজাদ ও শাম্মী হক। ইভেন্টে নিজেরা ‘হোস্ট’ হলেও আসতে না পারায় জার্মানিতেই চুমু খেয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়েছেন অনন্য আজাদ।
ছবির সঙ্গে দিয়েছেন হুমায়ুন আজাদের লেখা একটি চরণও। লিখেছেন, ‘একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান করে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান। – হুমায়ূন আজাদ’।আরো লিখেছেন, প্রতিবাদ ও প্রতিরোধে অর্জিত হোক মানুষের সকল অধিকার। প্রকাশ্য চুম্বনে জেগে উঠুক ভালোবাসার গান।
প্রসঙ্গত, শাম্মী ও অনন্য দুজনেই গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মৌলবাদী শক্তির ‘হত্যার হুমকি’তে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন।