জঙ্গিরা যেন জামিন না পায় এবং তাদের পক্ষে মামলায় ওকালতনামা জমা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, দেশে আইএস নেই। যারা আছে তারা আইএসের নামে জামায়াতের প্রেতাত্মা। দেশকে অস্থিতিশীল করতেই তারা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল।[ads1]
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ পর্যায়ে এসেছে। এ বিচার যেন শেষ করতে না পারি, সেজন্যই এসব হামলা চালানো হচ্ছে।