জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের সকল স্তরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব থাকা উচিত বলে মনে করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তবে এক্ষেত্রে কোঠা প্রথা নয়, কোনো রাজনৈতিক দলের ব্যানারে অংশ নিয়ে সরাসরি নির্বাচন করে বিজয়ী হয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজধানীর ডেইলী স্টার সেন্টারে শনিবার ‘স্থানীয় সরকারের সকল স্তরে ও জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি। ইউরোপীয়ান ইউনিয়ন এবং সাইটসেভার্সের অর্থায়নে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ ভিস্যুয়েলী ইম্পেয়ারর্ড পিপলস সোসাইটি (ভিপস)।
সংগঠনটির সাধারণ সম্পদ নাজমা আরা বেগম পপি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আবুল কালাম আজাদ এমপি, কাজী রোজী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, সাইটসেভার্সের প্রতিনিধি আলীম বারী, প্রতিবন্ধীদের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছে। বর্তমান বাজেটে শিশু ও প্রতিবন্ধীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রতিবন্ধী সু-রক্ষা আইন প্রণয়ন করা হয়েছে। ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের শিক্ষার উন্নয়নের জন্য প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান চালু চাকুরিসহ সব ক্ষেত্রে কোটা সংরক্ষণ করা হচ্ছে।
তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে তাদের ধরণ অনুযায়ী সহায়তাকারীর প্রবেশাধিকার নিশ্চিত করাসহ পৃথক বুথ স্থাপন এবং তাদের অন্যান্য দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তিসঙ্গত কার্যপত্রসহ আলোচনার পরামর্শ দেন। একইসঙ্গে প্রতিবন্ধীদের দাবির বিষয়গুলো পরীক্ষা করে যেগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে তিনি তার তরফ থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন।