ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আবেদন, সংশোধন, অ্যাকাউন্ট তৈরি এখন অনলাইনেই করা যাবে। আইডিইএ প্রকল্পের মাধ্যমে এই সিস্টেম চালু করলো নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
www.ecs.org.bd এ ওয়েবসাইটের মাধ্যমে নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা, রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি, নিজস্ব তথ্য ও ভোটকেন্দ্রের তথ্য দেখা, নিজস্ব তথ্য পরিবর্তন সংশোধন, হালনাগাদ করার জন্য আবেদন করা, ছবি স্বাক্ষর পরিবর্তন, আঙুলের ছাপ গ্রহণ ও অন্যান্য প্রয়োজনে অ্যাপোয়েন্টমেন্ট নেয়া যাবে। হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র প্রতিস্থাপনের জন্য আবেদন করা যাবে।
অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদর্শিত-অপ্রদর্শিত উভয় তথ্য দেখার এবং তথ্য আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। বাড়িতে বসেই সময় ও সুযোগ মতো তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। ব্যবহারকারী নিজে আবেদন করার ফলে বানান ও অন্যান্য ধরনের ভুল হওয়ার সুযোগ থাকবে না।
উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘ওয়েবসাইটটিকে নিরাপদ করা হয়েছে যাতে কারো অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করতে না পারে বা দেখতে না পারে। এজন্য আমরা বুয়েটের এক্সপার্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি।’
তিনি আরো বলেন, ‘ব্যবহারের সময় কোনো সমস্যা দেখা দিলে আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট দল আছে, তারা সমস্যার সমাধান করে দেবে।’
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘নাগরিকেরা এ সুবিধা পাওয়ার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd ঢুকে নিজের মোবাইল ফোন নম্বর দিলে ইসি থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে চলে যাবে। এরপর তিনি ওই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারবেন।’
সালেহ বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে সব ধরনের নির্দেশনা দেয়া থাকবে। প্রতিদিন পাঁচশজনকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি দেয়া হবে। এ ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্টের সেবা পাওয়া যাবে।’
সালেহ বলেন, ‘অনলাইনে ভোটার হওয়ার জন্য বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করা গেলেও সেই আবেদনের সফট কপি প্রয়োজনীয় প্রমাণাদিসহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা এলাকার নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে হবে।’
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাফিজ, মো. জাভেদ আলী, আব্দুল মোবারক, সচিব মো. সিরাজুল ইসলাম প্রমুখ।