জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ
আজ রবিবার সন্ধ্যায় রংপুরে এক কর্মী সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো- চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এ সময় মুহম্মদ এরশাদ বলেন, ‘আজ থেকেই গোলাম মোহাম্মদ কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।’
দলে কো-চেয়ারম্যানের কোনো পদ নেই উল্লেখ করে এরশাদ বলেন, আগামী এপ্রিলে দলের যে ত্রি-বার্ষিক সম্মেলন হবে সেখানে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তা অনুমোদন করে নেওয়া হবে। এই সম্মেলন অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি কমিটিও ঘোষণা করেন এরশাদ। জিএম কাদেরকে কমিটির আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে সদস্যসচিব হিসেবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন চরম সংকটের মুখে। জাতীয় পার্টি আছে কী নেই সেটা দেশের মানুষ জানে না। দেশের মানুষ লাঙলের নাম ভুলতে বসেছে। দলকে টিকিয়ে রাখার স্বার্থেই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না।