মুন্সীগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের কোনো মসজিদের বিদ্যুৎ বিল দিতে হবে না।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামি’আ ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বোখারি শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদ এসময় নাস্তিক-মুর্তাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
মধুপুর পীর হযরত মওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আব্দুল বাতেন। পরে অনুষ্ঠানের মোনাজাত করেন মধুপুর পীর হযরত মওলানা আব্দুল হামিদ।
Prev Post
Next Post