ঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদের ওয়েবসাইট (http://www.parliament.gov.bd/)
হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটির লিংকে ঢুঁকে ‘পাক সাইবার পাইরেটস’ এবং ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’ শিরোনাম দেখতে পাওয়া যায়। এর নিচে লেখা, সালাম ডিয়ার পার্লামেন্টিয়ানস! অ্যান্ড বাংলাদেশি ব্রাদার্স সাম অফ আওয়ার স্ক্রিডস আর ট্রাই টু প্লে উইথ পাক সাইবার স্পেস! উই ওয়ার্নড দেম অলরেডি বাট দে আর স্টিল ডুইং সাম শিট! সো ইউ হ্যাভ টু প্রুভ টু দিস কিডস দ্যাট হু ইস পাপা হেয়ার! ইউ পিপল শুড স্টপ ইউর কিডস টু প্লে অ্যারাউন্ড লাইক দিস..উই কনসিডার বাংলা পিপল এস ব্রাদার.. নো ম্যাটারস হোয়ার অ্যান্ড হোয়াট পলিটিক্স ইস! সো প্লিজ ডোন্ট ফোর্স আস রেপ হোল অফ ইউর গভ.বিডি সাইবার স্পেস… কিপ ইজ মাইন্ড ইউর সিকিউরিটি ইস ০/লুল সো ফাস্ট সিকিউর ইউর ওন অ্যাসেস কিডস..অ্যাল ব্যাড ওয়ার্ড আর ওনলি ফর দিস স্ক্রিডস বিডি গে হেট স্ক্রিডস অ্যান্ড সালাম টু বাংলাদেশি ব্রাদার্স স্টে ব্লেসড।
এর নিচে স্ক্রলে হ্যাকারদের ছদ্মনাম দেয়া হয়েছে। নামগুলো স্ক্রলে একটার পর একটা চলছে।