চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে বসতঘরে গাছ চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে উপজেলাধীন জঙ্গল ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন, মা কাজল (৪০) ও ছেলে মো. বেলাল (বাবুল) (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে সৃষ্টি ‘রোয়ানু’ এর প্রভাবে ব্যাপক ঘরের পিছনে থাকা একটি গাছ হেলে পরে বসতঘরে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে সৃষ্টি প্রবল বাতাসের কারণে ঘরের পিছনে পাহাড়ের গাছ হেলে পরলে তার স্ত্রী ও ছেলে নিহত হয়।
Next Post