কক্সবাজারের টেকনাফে বিজিবি নাফনদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্লেন মো. আবু জার আল জাহিদ জানান, ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে তার নেতৃত্বে দমদমিয়া বিওপির একটি টহলদল গোপন সংবাদে হ্নীলা দমদমিয়া উমর খাল নামক সীমান্ত এলাকায় অভিযানে যায়। সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও পরিত্যাক্ত অবস্থায় ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা বলে জানায়। ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে, পরে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা বলে জানায়। ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে, পরে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।