ঢাকা: ঢাকা পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে নিজের পরিচয়পত্র তুলে দেয়ার পর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ড্যান মজিনার স্থলাভিষিক্ত হবেন বার্নিক্যাট। তারপরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে জানা গেছে।
গত ২২ মে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পান মার্সিয়া বার্নিক্যাট। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্রদপ্তরের উপসহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
আড়াই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ড্যান ডব্লিউ মজিনা।
২০১১ সালের ২৪ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব আসেন ড্যান ডব্লিউ মজিনা। এর আগেও ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজে অধ্যাপনা করতেন মজিনা। মাত্র এক বছর সেখানে ছিলেন। বাংলাদেশ থেকে ফিরে তিনি আবারো সেই অধ্যাপনায় যোগ দিচ্ছেন।