‘ঢাকা-চট্টগ্রাম চারলেন মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন’

0
223349parlament_bg_410036105সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ সম্পন্ন হবে। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন।
তিনি আজ সংসদে তরিকত ফেডারেশনের সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারির এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, ইতোমধ্যে ১৯০ কিলোমিটার মহাসড়কের ফার্স্ট লেয়ারের কাজ শেষ হয়েছে। ২৩টি ব্রিজ প্যাকেজ ও ২৪৪টি কালভার্টসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। ফিনিশিং লেয়ারের কাজও শেষ পর্যায়ে রয়েছে। মে মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সরকারি দলের সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লার এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মোট ২১ হাজার ৩০২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৮১২ কিলোমিটার, আঞ্চলিক ৪ হাজার ২৪৬ কিলোমিটার ও জেলা মহাসড়ক ১৩ হাজার ২৪২ কিলোমিটার।
তিনি বলেন, বর্তমানে মহাসড়কের পরিমাণ বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তবে পর্যায়ক্রমে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ বিদ্যমান জাতীয় সড়কসমূহকে পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীতকরণ করা হবে
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More