কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের তীব্র চাপ সৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে।
আর এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
আলেখারচর থেকে দাউদকান্দি পর্যন্ত অন্তত ৬০ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, টানা অবরোধের ফলে শুক্রবার সকালে মহাসড়কের দুই দিকে শতশত যানবাহনের মাত্রাতিরিক্ত চাপের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধের কারণে রাতে বিভিন্ন স্থানে থেমে থাকা পণ্যবাহী ট্রাক, ভারী ও কম গতির পরিবহনগুলো সকালে একযোগে চলাচল করতে শুরু করে। এ সময় চালকরা আগে যাবার প্রতিযোগিতায় নামে। এতে সকাল থেকে মহাসড়কে যানবাহনের এ চাপ সৃষ্টি হয়।
মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে কুমিল্লার আলেখারচর, ময়নামতি সেনানিবাস, চান্দিনা ও দাউদকান্দিতে যানজটে আটকা পরে দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।